AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড, গ্রেফতার-২


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৭:৩১ পিএম, ৮ এপ্রিল, ২০২৫
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড, গ্রেফতার-২

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে এবং অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৭ এপ্রিল) উপজেলার দড়িসোম এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় চারটি মামলায় মোট চারশত টাকা অর্থদন্ড প্রদান করেন এবং অতিরিক্ত সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


আসামীরা পৌর সভার দক্ষিণ ভাদার্ত্তী এলাকার ফিরোজ মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩০), দড়িসোম এলাকার ইদ্রিস আলীর ছেলে নাইম শেখ (২৩), মুনসুরপুর এলাকার স্বপন রাজ বর্মণের ছেলে শান্ত রাজ বর্মণ (২১) এবং ভোলা জেলার কামাল মৃধার ছেলে তানজিল ইসলাম তানভীর (২৩)।


এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোজাম্মেল হক ও জুয়েল মিয়া, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আসমার ও পুলিশ সদস্যবৃন্দ। এছাড়া একই দিনে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ ।


গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার উপজেলার জামালপুর বাজার সংলগ্ন গোদারাঘাট এলাকায় অভিযানে নারগানা গ্রামের মৃত নগেন্দ্র্র চন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জ্বল চন্দ্র্র বিশ্বাস (২৪) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে। অপরদিকে বিকেলে মোক্তারপুর বাজার এলাকায় পুলিশের অভিযানে হরিদেবপুরের শ্যামলাল রবিদাসের পূত্র ফালান রবিদাস (৬০) কে গেফতার করা হয়। এসময় আসামীর বাড়ী হতে ২০ লিটার চোলাইমদ এবং ৩০ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!