চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে স্থাপন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)। সীমান্তে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে মঙ্গলবার (৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় খড়কপুর ও সুরানপুর বিওপি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। তবে ভোলাহাট উপজেলাধীন ভোলাহাট ও জেকে পোলাডাংগা বিওপিগুলোর দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত থেকে অনেকটা দূরে হওয়ায় টহল পরিচালনা ও নজরদারি কঠিন হয়ে পড়ছিল।
এই প্রেক্ষাপটে দায়িত্ব ভারসাম্য ও কার্যকর নজরদারির লক্ষ্যে বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় নতুনভাবে খড়কপুর ও সুরানপুরে বিওপি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়, যা সফলভাবে সম্পন্ন করে অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়।
উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদুর রহমান, এসজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সীমান্তে দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবে।”
তিনি বিজিবির কার্যক্রমে স্থানীয় জনসাধারণ ও সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং নতুন বিওপি দুটির উদ্বোধনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :