ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং সংহতি জানিয়ে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কলেজ ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি রাজাপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সাখাওয়াত হোসেন রাব্বি, রফিক মৃধা, শাহনেওয়াজ তুহিনসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা নিশ্চুপ সারা বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিদের ওপর এই অমানবিক নির্যাতন মেনে নেবে না মুসলিম বিশ্ব।
ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং আন্তর্জাতিক আদালতে ইজরাইলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :