“স্কাউটিং শুধু একটি আন্দোলন নয়, এটি একজন শিক্ষার্থীকে দেশপ্রেম, নেতৃত্ব ও মানবিক গুণাবলিতে গড়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্মকে সুদক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে”—এমন মন্তব্য করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস উপজেলা শাখার সভাপতি তাসনিম আক্তার।
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ এপ্রিল) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানটি শুরু হয় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। এ সময় বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আছমা খানম, সাধারণ সম্পাদক মোঃ লুলু হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নুর ইসলাম বাকী, সহকারী কমিশনার আব্দুল কাইয়ুম শরীফ, মোঃ মিজানুর রহমান, জোনাকী আক্তার, স্কাউটস ইউনিট লিডার মোঃ শওকত আলী মিয়া, স্কাউটস লিডার মশিউর রহমান ও কাব লিডার হায়দার হোসেনসহ অনেকে।
আলোচনা পর্বে বক্তারা স্কাউটস আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সমাজসেবার প্রতি আগ্রহী করে তোলে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :