গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, আ.ন.ম শিবলী সাদিক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সাদেক হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা।
চলতি উফশি আউশ ধান প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ১৭৫ জন কৃষককে ৫ কেজি করে বিভিন্ন জাতের ধানের বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়। পাশাপাশি আরও ৪০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি করে তোষাপাট বীজ ও ১০ কেজি করে সার।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে, যাতে প্রান্তিক কৃষকরা আউশ মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে পারেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :