ঝালকাঠির নলছিটিতে সিগারেট খাওয়ার কারণে মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করেছে পূজা রানী (১২) নামে এক কিশোরী।মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে, উপজেলার ফেরিঘাট বহরমপুর আবাসনে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পূজা রানী সুশান্ত মাতব্বরের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূজা এক বান্ধবীর সঙ্গে ধূমপান করেছিল। বিষয়টি জানার পর মা তাকে শাসন করেন। এতে অভিমান করে পূজা ঘরের ভেতরের টয়লেটে গিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগায়।
ওসি আব্দুস সালাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :