ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল গ্রামের যাদব মন্ডলের ছেলে শ্যমল মন্ডল (৪০) গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শ্যমল মন্ডল নতুন ঘর তৈরি করছেন। সেই ঘরের একটি বিদ্যুৎ লাইনের সুইচের কাজ করতে গিয়ে, লাইনে বিদ্যুৎ ছিল না এবং অসতর্কতার কারণে তিনি মেইন সুইচ অফ না করেই কাজ করতে থাকেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মা পাশের বাসা থেকে এসে এই অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয় লোকজন তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, "আমরা বিষয়টি জানি। লাশ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :