যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে রোকনুজ্জামান নামে এক ব্যক্তি তার স্ত্রী রিক্তা খাতুনকে (৪০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মশ্মমপুর টেকিপোতা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের এক পর্যায়ে রোকনুজ্জামান ধারালো অস্ত্র দিয়ে রিক্তা খাতুনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :