গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় নৌকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের এ ঘটনা ঘটেছে সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে। ভুক্তভোগী তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী গ্রামের বাসিন্দা।
তরুণীর অভিযোগ অনুযায়ী, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনকের সঙ্গে তার পরিচয় হয়। পরে কনক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুলছড়ির বালাসী ঘাটে বেড়াতে নিয়ে যান। সেখানে একটি নৌকায় ঘোরার সময় সুযোগ বুঝে কনক তাকে নৌকার ভেতরেই জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আয়নাল হক জানান, তরুণীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত কনককে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :