AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজেকে বৈ-সা-বি উপলক্ষে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিজিবির বস্ত্র বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৩:২১ পিএম, ৯ এপ্রিল, ২০২৫
সাজেকে বৈ-সা-বি উপলক্ষে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিজিবির বস্ত্র বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৈ-সা-বি উৎসব উপলক্ষে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে বস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, পদাতিক।

এ সময় ৩৩ জন নারীকে উন্নতমানের শাড়ি ও ২২ জন পুরুষকে লুঙ্গি প্রদান করা হয়। বস্ত্র বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের অন্যান্য অফিসার এবং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, “আমরা সম্প্রতি রমজান উপলক্ষে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছি। এখন বৈ-সা-বি উপলক্ষে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলাম। ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!