নওগাঁর পত্নীতলায় ভারতীয় ফেনসিডিল পাচার রোধে বিজিবির অভিযানে ৫১৩ বোতল ফেনসিডিলসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে কড়িয়া বিওপির ২৭৭/৬-এস পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নাসিম হোসেন (২৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। তিনি জয়পুরহাটের রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও অন্তত ৩২ জন চোরাকারবারি পালিয়ে যায়।
একই দিনে ভোর ৪টায় ধামইরহাট সীমান্তে বস্তাবর বিওপির অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ আকরাম বাবু (২৬) নামে আরও একজন চোরাকারবারিকে আটক করা হয়। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মাদকসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক, চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :