AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে শ্রমিদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপে আহত - ৭০


রূপগঞ্জে শ্রমিদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, লাঠিচার্জ, ইটপাটকেল নিক্ষেপে আহত - ৭০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিন টেক্স নামক গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই বেতন বোনাস নিয়ে অসন্তোষ প্রকাশ করে শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় আইন শৃংখলা বাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া,ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে সেনাকর্মকর্তা, পুলিশ, শ্রমিকসহ আহত হয় অন্তত ৭০ জন। বুধবার (৯ এপ্রিল ) বেলা ১২ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গার্মেন্টস শ্রমিকরা জানান, গত সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকরা শ্রমিক ছাঁটাই, বেতন বোনাস নিয়ে অসন্তোষ প্রকাশ করে কারখানার ভিতরে অবস্থান নিয়ে প্রতিবাদ করে আসছিল। বুধবার (৯ এপ্রিল) সকালে আগের মতোই তাদের দাবি নিয়ে কারখানার ভিতরে অবস্থান করছিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা বললে তাদের সাথে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পানির বোতল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেন। পরে শ্রমিকরা কারখানার বাহিরে এসে ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুৎের খুঁটি ফেলে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক বলেন, ঈদের আগে আমাদের ৫০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে দেয় কর্তৃপক্ষ। আমরা আমাদের দাবি জানিয়ে আসছিলাম। আমরা কারখানার ভিতরে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছিলাম। কিন্তু সেনাবাহিনীর লোকজন আমাদের ওপর লাঠিচার্জ শুরু করেন। এতে আমাদের শাফিয়া, রুনা, মলিনা,মাজেদা,রুপুসহ ৫০ জন শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার গ সার্কেল নারায়ণগঞ্জ মেহেদী ইসলাম বলেন, মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর ল্যাফটেন্যান্ট মবিন, সদস্য সোহরাব, বাধন, মেহেদি, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউরসহ কমপক্ষে ৭০ জন শ্রমিক আহত হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি এই ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে। এ ঘটনায় ৬ শ্রমিককে আটক করেছে পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, খবর শোনার পর সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে সেনাবাহিনী পুলিশ উপজেলা প্রশাসন মিলে ঢাকা সিলেট মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয়েছে আমরা শ্রমিকদের এই দাবি নিয়ে ম্যানেজমেন্ট এর সাথে আজকেই বসবো শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো ।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!