রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় স্কুল মাঠের মুক্তমঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এ মনোমুগ্ধকর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির টিম লিডার ও প্রশিক্ষক, দল সমন্বয়কারী মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. আবু মেহেদী হাসান সহ স্কুলের অন্যান্য শিক্ষক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষ।
প্রদর্শনীর শুরুতেই শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম `ব্লাংকেট ব্যালেন্স` পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এরপর একে একে পরিবেশিত হয় সাকিব খানের `পাইপ ব্যালেন্স`, মুন্না হোসেনের `হাই সাইকেল ব্যালেন্স`, আমিন মণ্ডলের `দিয়াবা ব্যালেন্স`, কালিম শেখের `রোলার ব্যালেন্স`, রোকশানা খাতুনের `রিং ডান্স`, পর্বত মোদকের `ফায়ার ডান্স` এবং জুনিয়র দলের সম্মিলিত `রোপ ডাউন` পরিবেশনা। পুরো আয়োজনজুড়ে ছিল চমক, দক্ষতা আর সাংস্কৃতিক উচ্ছ্বাস।
অনুষ্ঠান শেষে মো. জালাল উদ্দিন বলেন, ‘আমরা সারা দেশে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করে চলেছি। আজ রাজবাড়ী জেলার তিনটি স্পটে একযোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় এই ব্যতিক্রমধর্মী শিল্পকে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছি। নিয়মিত এমন আয়োজন করলে শিশুদের মধ্যে শেখার আগ্রহ বাড়বে, তারা মাদক থেকে দূরে থাকবে এবং সুস্থ বিনোদনের দিকে আগ্রহী হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব এই খেলাকে আরও প্রসারিত করতে এবং আন্তর্জাতিক পর্যায়েও তুলে ধরতে সহযোগিতা করুন।’
শিল্পকলা একাডেমির এমন একটি উদ্যোগে গোয়ালন্দবাসী দারুণ খুশি ও উচ্ছ্বসিত। উপস্থিত দর্শকরা জানান, এমন আয়োজন নিয়মিত হলে শিশুদের মধ্যে সৃজনশীলতা বাড়বে ও সুস্থ বিনোদনের চর্চা বাড়বে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :