ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে সরকারি ও ব্যক্তিগত রাস্তা দখলের প্রতিবাদ করায় মো. ইসরাইল মিয়া, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, মিথ্যা মামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি বুধবার সকালে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছেন।
ভুক্তভোগী শিক্ষক মো. ইসরাইল মিয়া বলেন, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে তিনি ওই রাস্তা দখল বন্ধ করতে খোরশেদ মিয়া ও তার আত্মীয় আনোয়ার হোসেনকে নিষেধ করেন। তাদের দখলকৃত রাস্তা সরকারি রেকর্ডভুক্ত ছিল এবং তিনি গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানান। এর পর খোরশেদ মিয়া তাকে কোদাল দিয়ে কোপ দিতে আসে। পরে খোরশেদ মিয়া তার ভাবী মাহমুদা বেগমের মাধ্যমে তার বিরুদ্ধে তিনটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। আরও একটি মামলাও দায়ের করা হয়। তিনি অভিযোগ করেছেন যে, অন্যায়ের প্রতিবাদ করার কারণে তার বিরুদ্ধে এসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি ন্যায়বিচার দাবি করেছেন।
ভলাকুট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, "সরকারি ও ব্যক্তিগত রাস্তা দখল করার প্রতিবাদ করার কারণে সম্মানী ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে। অভিযুক্তরা ঈদ গাহ সংলগ্ন সরকারি জায়গা দখল করে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে, এমনকি কেউ মারা গেলে গ্রামবাসী মরদেহ পর্যন্ত নিতে পারছে না।"
এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :