AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মতবিনিময় সভা


মুকসুদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মতবিনিময় সভা

মুকসুদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকালে মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসীমউদ্দীন এসজে উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ আলী মোল্লা, প্রধান শিক্ষক মনি মোহন মন্ডল, প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সুকদেব বালা।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান, অজিত কুমার বিশ্বাস, মোঃ লুলু হোসেন মুন্সি, রণধির সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, "পিতা-মাতার পরে আপনাদের স্থান। আপনাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা। যদি কেউ বাইরে থেকে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাহলে আমাকে জানাবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।"

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!