মুকসুদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসীমউদ্দীন এসজে উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদৎ আলী মোল্লা, প্রধান শিক্ষক মনি মোহন মণ্ডল এবং মো. শওকত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সুকদেব বালা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক মো. রাকিবুল হাসান, অজিত কুমার বিশ্বাস, মো. লুলু হোসেন মুন্সী, রণধীর সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও তাসলিমা আক্তার বলেন, “পিতা-মাতার পরে শিক্ষকদের স্থান। আপনাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। যদি কেউ বাইরে থেকে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে চায়, তবে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন।” তিনি সকল শিক্ষক-প্রশাসনের সমন্বয়ে পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
সভাটি উপস্থিত শিক্ষকদের মধ্যে উৎসাহ ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে। পরীক্ষার পরিবেশ যেন নিরপেক্ষ ও অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ছাড়াই হয়, সেজন্য সকলে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :