অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় হ্যালো বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের দাতিয়ারা এলাকায় হ্যালো বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে তাকে সহায়তা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র্যাব সদস্যরা।
অভিযানে দেখা যায়, কারখানার পরিবেশ ছিল চরমভাবে অস্বাস্থ্যকর। কর্মীরা নির্ধারিত পোষাক, মাথায় টুপি বা হাতে গ্লাভস ছাড়া খালি গায়ে কাজ করছিলেন, যার ফলে তাদের শরীরের ঘাম খাবারের ওপর পড়ছিল। মেঝেতে ও চারপাশে ছড়ানো ছিল ময়লা-আবর্জনা। এছাড়া রেফ্রিজারেটরে রাখা ছিল বাসি মিষ্টি ও পচা ডিম।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “মিষ্টি প্রস্তুতের জায়গাটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। পচা ডিম সংরক্ষণ এবং অস্বাস্থ্যকরভাবে খাবার প্রস্তুতের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে পরিবেশ ও প্রক্রিয়া সংশোধনের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, জেলার অন্যান্য বেকারি কারখানাগুলোতেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে, যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য পেতে পারেন।
এই অভিযান ভোক্তাদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :