ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে সরকারি ও ব্যক্তিগত রাস্তা দখলের প্রতিবাদ করায় মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসরাইল মিয়া। বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষক ইসরাইল মিয়া বলেন, “গ্রামের খোরশেদ মিয়া ও তার আত্মীয় আনোয়ার হোসেন রেকর্ডভুক্ত একটি সরকারি রাস্তার আইল কেটে নিজেদের জমির সঙ্গে সংযুক্ত করে দখলে নেন। এ ঘটনায় আমি গ্রামবাসীর পক্ষ থেকে তাদের বাধা দিলে খোরশেদ মিয়া ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে আমাকে আক্রমণের চেষ্টা করে।”
তিনি আরও অভিযোগ করেন, “পরে খোরশেদ মিয়া তার ভাবী মাহমুদা বেগমকে ব্যবহার করে আমার বিরুদ্ধে একের পর এক তিনটি হয়রানিমূলক মিথ্যা অভিযোগ দায়ের করে। কোনো অভিযোগের শুনানিতে তারা উপস্থিত হয় না। পরবর্তীতে তারা আমার বিরুদ্ধে আরও একটি মিথ্যা মামলা দায়ের করে। আমি এলাকাবাসীর স্বার্থে অন্যায়ের প্রতিবাদ করেছি, অথচ এখন আমিই হয়রানির শিকার।”
এ বিষয়ে ভলাকুট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “সরকারি ও ব্যক্তিগত রাস্তা দখলের প্রতিবাদ করায় সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযুক্তরা ঈদগাহ সংলগ্ন সরকারি জমি দখল করে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। এমনকি কেউ মারা গেলে মরদেহ পর্যন্ত নিতে সমস্যা হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে।”
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, অভিযুক্তদের দৌরাত্ম্যে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :