AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


মৌলভীবাজারে কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৯ এপ্রিল) বিকেলে কামালপুর বাজারে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বর্তমানে ফেসবুকের যুগ চলছে। রাজনৈতিক সফলতার জন্য এই মাধ্যমেও সক্রিয় থাকতে হবে। এখন দেখা যাচ্ছে, ধর্মীয় দল এবং বাচ্চাদের দল পর্যন্ত ফেসবুকে বিএনপির চেয়ে এগিয়ে আছে। তাই নেতাকর্মীদের এই প্ল্যাটফর্মে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “২০০১ সালের পর দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। ২০০৮ সালের নির্বাচনে আমার পিতার ভোট পর্যন্ত অন্য প্রতীকে গোনা হয়। ২০১৪ সালের নির্বাচনে কোনো ভোটই হয়নি, আর ২০১৮ সালে ভোট হয়েছে আগের রাতে। আমরা আশা করি, আগামী ডিসেম্বর মাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি কামালপুর ইউনিয়নের এ সম্মেলনকে আগামী জাতীয় নির্বাচনের “টেস্ট পরীক্ষা” হিসেবে অভিহিত করেন এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন:

  • মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন

  • জেলা বিএনপির সদস্য আলহাজ আব্দুল মুকিত

  • মো. ফখরুল ইসলাম

  • বকসি মিছবাউর রহমান

  • মুজিবুর রহমান মজনু

  • আয়াছ আহমদ

  • সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম

  • যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ প্রমুখ


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। মোট কাউন্সিলর ছিলেন- ৪৫৫ জন, ভোট কাস্ট হয় ৪২৭টি।

 

  • সভাপতি: শেখ কামাল আহমেদ (২৬২ ভোট), প্রতিদ্বন্দ্বী: বশর আহমদ (১২০), মশাহিদ মিয়া (৪০)

  • সাধারণ সম্পাদক: ফখরুল ইসলাম (৩০৮), প্রতিদ্বন্দ্বী: মোহাম্মদ আলী খান (১১৩)

  • সাংগঠনিক সম্পাদক: মো. মিজানুর রহমান (২৩৮), প্রতিদ্বন্দ্বী: মুনাইম আহমদ (১৪৩), শাহেদ আহমদ (৩৪)

  • বাতিল ভোট: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫টি করে, সাংগঠনিক সম্পাদক পদে ১২টি

সম্মেলন শেষে নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!