AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, বন্ধ করলেন ইউএনও – জরিমানা আদায়


কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, বন্ধ করলেন ইউএনও – জরিমানা আদায়

নেত্রকোনার কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ের নামে জমজমাট জুয়ার আয়োজনের অভিযোগে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। এসময় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও আদায় করা হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার (৯ এপ্রিল) দুপুরে, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাশিহাটি গ্রামে। অভিযানে ঘটনাস্থল থেকে একটি ষাঁড় ও জুয়ার আয়োজনে জড়িত খায়রুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভরাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ও সঙ্গীয় পুলিশ ফোর্স বাশিহাটি গ্রামে অভিযান চালিয়ে ষাঁড় ও খায়রুল ইসলামকে আটক করেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খায়রুলকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “ষাঁড়ের লড়াইয়ের নামে যাতে জুয়া খেলা না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি। অভিযানে একজনকে আটক করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, “এলাকাবাসী ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ষাঁড়ের লড়াই ও জুয়ার আসর বন্ধ করেছি। জড়িত একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ষাঁড়ের লড়াই একটি সময় গ্রামীণ বিনোদনের অংশ হলেও বর্তমানে অনেক স্থানে তা জুয়ার উৎসব হিসেবে রূপ নিচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!