পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং বর্তমানে পঞ্চগড় বনবিভাগের কাছে রাখা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে নীলগাইটি বাংলাদেশে প্রবেশ করে। এরপর স্থানীয়রা হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করতে শুরু করেন। বিকেলে নীলগাইটি পাঙ্গা নদীতে ঝাঁপ দিলে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে আটক করে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা নীলগাইটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, "নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে আসার কারণে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে আমরা এটি উদ্ধার করে চিকিৎসা দিচ্ছি। সুস্থ হয়ে উঠলে আমরা এটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠাব।"
তিনি আরও বলেন, "নীলগাই একটি বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং অত্যন্ত ভীতু। মানুষের উপস্থিতি দেখলেই তারা ভয়ে পালিয়ে যায়। এই নীলগাইটির বয়স প্রায় দুই থেকে আড়াই বছর হতে পারে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :