AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে মাছ ধরা ও খালের পাড় দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ১


চাঁদপুরে মাছ ধরা ও খালের পাড় দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ১

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামে সরকারি খালে মাছ ধরা ও খালের পাড় দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে বশির প্রধান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে বহরী গ্রামের মৃত বাদশা মিয়া প্রধানের ছেলে।৯ এপ্রিল বুধবার দুপুর ১২টায় উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় রমিজ উদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও গ্রামবাসী জানায়,বহরী গ্রামের একটি সরকারি খালের মাছ ধরা ও খালপাড়ের জয়াগা নিয়ে বশির প্রধানীয়া ও রমিজ উদ্দিন গাজী গংদের মধ্যে দীর্ঘদিন যাবতবিরোধ চলছিল এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। গত কয়েকদিন আগে বশির প্রধান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় তাদের ( প্রতিপক্ষ) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ করাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে ওই খালের পাড়ে এ নিয়ে বশির ও রমিজ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

আজ দুপুর ১২টায় ওই সরকারি খালে মাছ ধরতে যায় বশির প্রধানীয়া ও তাঁর দুই ছেলে। এতে বাধা দেন রমিজ উদ্দিন ও তাঁর লোকেরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্-বিতন্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এসময় রমিজ উদ্দিন ও তাঁর লোকেরা বশির প্রধানীয়া ও তাঁর ছেলে বিল্লাল হোসেন ও মো. জয়নালকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। এতে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বশির প্রধানীয়া। অজ্ঞান হয়ে যান। সেখান থেকে উদ্ধার করে স্বজনেরা চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিল্লাল হোসেন ও মো. জয়নালও আহত হন। তাঁরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বশির প্রধানীয়ার মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, খালপাড় দখল ও সেখানে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে তাঁর বাবা ও ভাইদের বেধড়ক পিটিয়েছেন রমিজ উদ্দিন ও তাঁর লোকজন। লাঠির আঘাতে তাঁর বাবা মারা যান। এটি একটি পরিকল্পিত ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগের ব্যাপারে রমিজ উদ্দিন বয়াতীর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের লোকজন পলাতক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মেদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওই কৃষকের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সরকারি খালের পাড় ও মাছ ধরার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তাঁর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!