AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা, বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা


Ekushey Sangbad
মাহফুজ রহমান, জয়পুরহাট
০২:৩৭ পিএম, ১০ এপ্রিল, ২০২৫
কালাইয়ে আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা, বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা

জয়পুরহাটের কালাই উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত সরকারি ঘরগুলোর বেশিরভাগই ফাঁকা পড়ে রয়েছে। প্রকৃত ভূমিহীনদের জন্য নির্মিত এসব ঘরে তালা ঝুলছে, জায়গা ভরে গেছে আগাছায়। অনেক বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি সেখানে বসবাস করছেন না, কেউ ভাড়া দিয়েছেন, কেউবা বিক্রি করে দিয়েছেন ঘর।

২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পে ২০২০-২১ অর্থবছরে চার দফায় নির্মিত হয় ১৭৮টি আধাপাকা ঘর। প্রতিটি ঘরের সঙ্গে দুই শতক খাস জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরেজমিনে দেখা যায়, মাত্রাই ইউনিয়নের বলিগ্রামে ১৪টির মধ্যে ৮টি, কাঁটাহারে ৫৮টির মধ্যে ২৭টি এবং উদয়পুরে ৩৫টির মধ্যে ১৮টি ঘর ফাঁকা পড়ে আছে। অনেক ঘর ভাড়া বা বিক্রির প্রমাণও মিলেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সুপারিশ ও ঘুষের মাধ্যমে অনেক সচ্ছল ব্যক্তি ঘর পেয়েছেন, অথচ প্রকৃত গৃহহীনরা বঞ্চিত হয়েছেন। উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব থাকায় প্রকল্প এলাকা থেকেও অনেকে সরে গেছেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, "অনিয়মের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বসবাস না করা ব্যক্তিদের বরাদ্দ বাতিল করে প্রকৃত ভূমিহীনদের ঘর দেওয়া হবে। যারা ঘর ভাড়া বা বিক্রি করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!