AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা


ঝালকাঠিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

সারাদেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল)  সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে  শান্তির্পূণভাবে সকাল ১০ টা থেকে রাজাপুর উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে পরীক্ষা। চলবে বেলা ১ টা পর্যন্ত এবছর রাজাপুরে ২ হাজার এক শত ৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন।

এ উপজেলায় কেন্দ্র হচ্ছে সাতটি - রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রাজাপুর সরকারি গার্লস স্কুল, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়, গালুয়া মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর কামিল মাদরাসা, কানুদাসকাঠি কামিল মাদরাসা, এসকে মাধ্যমিক বিদ্যালয়।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুুল চন্দ জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ও মাঠ পর্যায়ে ভেজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্র সমুহে নিবিড় পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা কেন্দ্র সমুহে কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Shwapno
Link copied!