সারাদেশের ন্যায় শেরপুর জেলাতেও শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষার প্রথম দিন শেরপুর জেলার বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
তিনি শেরপুর পৌর শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র সরজমিনে ঘুরে দেখেন। এ সময় পরীক্ষার্থীদের নিরাপত্তা, কেন্দ্রের পরিবেশ এবং যানজট নিরসনে গৃহীত ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পুলিশ সুপার পরীক্ষার পূর্বে ও পরে কেন্দ্র এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলমসহ সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :