কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের জয়রামবের এলাকা থেকে চোলাই মদ তৈরির উপকরণসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের জয়রামবের এলাকায় বাবলু কোরাইয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বাবলুর বাড়ির পাশে মজুদ রাখা ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ বা জাওয়া মদ উদ্ধার করা হয়। এসময় বিউটি কোরাইয়া (৩৫) নামে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। বিউটি কোরাইয়া জয়রামবের এলাকার বাবলু কোরাইয়ার স্ত্রী। তারা উভয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (১০)০৯/০৪/২৫ ইং।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে জানান, মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :