লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এবং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের এক নেতা ও যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল (বুধবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর (৩৪) এবং যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের।
সাগর হোসেন শুক্কুর একই ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ির আলী হোসেনের ছেলে এবং আবদুল কাদের কাদের কন্ট্রাকটর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে।
উল্লেখ্য, গত ৩০ মার্চ রবিবার রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু দীর্ঘদিন পর নিজ বাড়ি নারায়নপুরে ফেরেন। তার আগমনের খবর পেয়ে যুবদল নেতা আবদুল কাদের ও সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরে পরিস্থিতি জানতে আজিজুর রহমান বাচ্চু মোল্লা ঘটনাস্থলে গেলে তিনিও ইট-পাটকেলের আঘাতে বাম হাতে আহত হন। এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতাকর্মীরা ওই রাতে বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয়রা অভিযোগ করেন, মেহেদী হাসান মঞ্জু জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালনকালে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি এবং একটি হত্যা মামলার অন্যতম আসামিও তিনি। অভিযোগ রয়েছে, সাগর হোসেন শুক্কুরকেও কয়েক দফা মারধর করেছেন মঞ্জু।
আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার পর ১ এপ্রিল তার শারীরিক খবর নিতে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী অ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু এবং এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, "ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :