কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে তিন ঘণ্টাব্যাপী এই পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
এ বছর ধনবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১৬৪৮ জন। এর মধ্যে ১৬৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ১১ জন অনুপস্থিত ছিলেন।
দাখিল পরীক্ষায় মোট ৩২৭ পরীক্ষার্থীর মধ্যে ৩২২ জন অংশ নেন এবং ৫ জন অনুপস্থিত ছিলেন। ভোকেশনাল পরীক্ষায় ৪১৭ পরীক্ষার্থীর মধ্যে ৪১১ জন পরীক্ষা দেন, অনুপস্থিত ছিলেন ৬ জন।
পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবে উপজেলার মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ। তিনি কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, "পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং ফিরে আসা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।"
ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাসান জানান, “প্রথম দিনের পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। মুঠোফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহের চেষ্টা যেন কেউ না করে—সে বিষয়ে অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছি।”
এদিকে ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রের বাইরে নির্ধারিত সীমানার মধ্যেই অপেক্ষা করছেন। এতে করে পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে যানজট বা বিশৃঙ্খলার কোনো দৃশ্য দেখা যায়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :