মুকসুদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পশারগাতি ইউনিয়ন শাখার কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার পশারগাতি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল এ কর্মি সভার আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
কর্মী সভার উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব। প্রধান বক্তা ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, মোহাম্মদ নাঈম শেখ, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্মাদক মো: দিদারুল আলম রুবেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহম্মেদ মিজু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন।
কর্মি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মোতাচ্ছার হোসেন সুমন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ছাব্বির রহমান ছাবিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :