নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন যুবলীগ নেতা মো. আশিক (৩০)।
গত ৭ এপ্রিল (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে, আশিক নিজ বসতঘরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টায় তার মৃত্যু হয়।
মৃত আশিক সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মো. মোশাররফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক স্থানীয় পর্যায়ে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :