মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৩৩৬৪ জনের মধ্যে ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুকসুদপুর উপজেলায় ৫ টি কেন্দ্রে এস এস সি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথম দিনে এসএসসি ২৭৬২ জনের মধ্যে ২৭৩৩ জন পরীক্ষার্থী উপস্থিত ও ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত। দাখিল ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন উপস্থিত ও ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত। এস এস সি ভোকেশনালে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন উপস্থিত ও ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, গোপালগঞ্জ জেলা এডিসি (শিক্ষা) সালমা পারভীন, গোপালগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেগবাতুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :