AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৬৯ জন


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৫:২১ পিএম, ১০ এপ্রিল, ২০২৫
কেন্দুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৬৯ জন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এসএসসি, দাখিল (সমমান) পরীক্ষায় প্রথম দিনে ৩ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার ২ হাজার ৮২৭ জনের মধ্যে ২১ জন, দাখিল পরীক্ষার ৫৬৬ জনের মধ্যে ২২ জন ও ভোকেশনাল পরীক্ষার ৫৫২ জনের মধ্যে ২৬ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ।

জানা যায়, প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!