AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০৫:৫৮ পিএম, ১০ এপ্রিল, ২০২৫
চুয়াডাঙ্গায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মেহেরপুর জেলার ইছাখালি সীমান্ত এলাকায় মেইন পিলার ১২৪ এর নিকট অনুষ্ঠিত হয় এই বৈঠক।

বিজিবি প্রতিনিধি হিসেবে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, অপরদিকে বিএসএফের পক্ষে ৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমার ৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এই বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল তৎপরতা জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারি বিষয়ক আলোচনা হয়। এছাড়া, সীমান্তকে সুসংহত ও কার্যকরী করার লক্ষ্যে উভয় বাহিনী যৌথভাবে কার্যক্রম পরিচালনার ব্যাপারে একমত হয়।

পাশাপাশি, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য দ্রুত আদান-প্রদান করার বিষয়ে তারা সম্মত হন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষের কমান্ডাররা মেইন পিলার ১২৪ সহ সংশ্লিষ্ট সীমান্ত পিলারগুলো যৌথভাবে পরিদর্শন করেন। এ সময় উভয় বাহিনীর স্টাফ অফিসার এবং কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!