AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২


Ekushey Sangbad
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
০৬:১০ পিএম, ১০ এপ্রিল, ২০২৫
নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন শরিফুল ইসলাম (৫২) ও আইজুল ইসলাম (৫০)।

ঘটনাটি ঘটে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়।

নিহত শরিফুল ইসলাম বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অচিরের ছেলে এবং আইজুল ইসলামও একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আইজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, গাছ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে, যার ফলে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!