AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোল্লাহাটে সুশৃংখল পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু


মোল্লাহাটে সুশৃংখল পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

মোল্লাহাটে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)  সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। তবে, পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশের জন্য এক ঘণ্টা আগেই প্রবেশের সুযোগ দেওয়া হয়।

এ বছর পরীক্ষার প্রথম দিন, কেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং পরীক্ষার্থীরা কলম, পেন্সিল, রাবার, স্কেল, ফাইল ও প্রবেশপত্র ছাড়া আর কোনো কিছু আনতে পারবেন না। এর ফলে অভিভাবকদের মতে, পরীক্ষার পরিবেশ অনেকটাই ভিন্ন এবং নিরাপদ।

মোল্লাহাটে মোট ১৪০১ জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে ১৩৭০ জন পরীক্ষার্থী প্রথম দিনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এবং ৩১ জন অনুপস্থিত ছিল। এবারের পরীক্ষা মোট চারটি স্থান (৩টি কেন্দ্র এবং ১টি ভেন্যু) অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী জানান, মোল্লাহাটে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, "এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা ভালোভাবে পড়াশোনা করেছে তাদের পরীক্ষার ফলাফলও ভালো হবে, এটাই আশা। কোনো অবস্থাতেই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া হবে না।"

এছাড়াও, মোল্লাহাট উপজেলায় শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে প্রশাসন কাজ করছে বলে তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!