ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশের সাথে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা ট্রান্সশিপমেন্ট বাতিলের পরও দেশের একমাত্র সড়কপথের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর কোনো প্রভাব পড়েনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বন্দরটি দিয়ে স্বাভাবিকভাবে পণ্য আমদানি ও রপ্তানি চলমান ছিল। এ দিন বিকেল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জল হোসেন নিশ্চিত করেছেন যে, বন্দরটি স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ম্যনেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে দুপুর পর্যন্ত ২৪টি ট্রাকে এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পণ্য। একই দিনে, বাংলাদেশ থেকে রপ্তানির জন্য ২৩টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে, যার মধ্যে নেপালে গেছে ২১টি পণ্যবাহী ট্রাক।
এছাড়া, কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, ১৪৭ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে এবং জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৩,৪০২ মেট্রিক টন আলু এ বন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়েছে।
এভাবে, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও বাংলাবান্ধা স্থলবন্দর এর কার্যক্রম এবং পণ্য রপ্তানি পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :