জাতীয়তাবাদী দল বিএনপি`র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একটি প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহনগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ র্যালিটি শহর প্রদক্ষিণ করে আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রতন, ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন, এবং মহানগর যুবদলের সভাপতি এম এম ইউসুফ প্রমুখ। এ সময় দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "আজ আমরা জাতীয়তাবাদী দল ও ফরিদপুরবাসী একত্রিত হয়েছি ফিলিস্তিনী ভাই-বোনদের প্রতি সংহতি জানাতে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজা ও রাফায় নিরীহ মুসলিমদের উপর বর্বর হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু ও মুসলিম ভাইদের হত্যা করছে। এই হত্যাযজ্ঞের মাত্রা চরম পর্যায়ে চলে গিয়েছে।"
তারা আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ইসরাইলকে আন্তর্জাতিকভাবে আইনের আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে। ইসরাইলি সকল পণ্যসমূহ আমাদের বয়কট করতে হবে। ফিলিস্তিনিদেরকে তাদের আবাসস্থল ফেরত দিতে হবে এবং ইসরাইলি বাহিনীকে নির্মূল করতে হবে।"
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হন। তারা ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান প্রদান করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :