AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইনকে ১০ হাজার টাকা জরিমানা


অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইনকে ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জনপ্রিয় পরিবহন সংস্থা গোল্ডেন লাইনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

একজন যাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়, নির্ধারিত ৫০০ টাকার স্থলে ৬০০ টাকা ভাড়া আদায় করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এরপর আইনানুযায়ী গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোল্ডেন লাইনের কাউন্টার ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান জানান, “স্বাভাবিক সময়ে ভাড়া ৫০০ টাকা হলেও ঈদে অতিরিক্ত চাহিদা ও ঢাকা থেকে ফাঁকা গাড়ি ফেরত আনার কারণে কিছুটা ভাড়া বেশি নেওয়া হয়েছে।”

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, “পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে এবং কোনো ভাড়ার তালিকাও টাঙানো ছিল না। ফলে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। যাত্রী স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে।”

এ ধরনের কার্যক্রমে স্থানীয় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং যাত্রীসেবায় সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!