চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। তার তত্ত্বাবধানে বুধবার (৯ এপ্রিল) সম্পূর্ণ বিনামূল্যে দুটি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি ঘোষণা দেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা সন্তান প্রসব করবেন, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ডেলিভারি সেবা এবং এক মাসের ওষুধ সরবরাহ করা হবে।”
সকাল ৯টা ৪৫ মিনিটে এই দুটি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করেন—
ডা. জাকিয়া মমতাজ, কনসালটেন্ট (গাইনি ও অবস),
ডা. রানা দে, কনসালটেন্ট (এনেস্থেসিয়া),
ডা. মোহাম্মদ আয়াজ, কনসালটেন্ট (এনেস্থেসিয়া)।
সহযোগিতায় ছিলেন:
ডা. কান্তা অধিকারী, মেডিকেল অফিসার
ডা. সুফিয়ান সিদ্দিকী, আবাসিক মেডিকেল অফিসার
মিসেস তন্দ্রা দেওয়ানজী ও মিসেস নাছরিন আকতার, সিনিয়র স্টাফ নার্স
মোঃ সালাউদ্দিন, ওটি এটেনডেন্ট
অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকরা জানান, বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ রয়েছেন।
ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, “আমরা চাই প্রতিটি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগণ যেন আর্থিক ও স্বাস্থ্যগত সুবিধা পান, সেটাই আমাদের লক্ষ্য।”
তিনি সফল অপারেশনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এই কার্যক্রম বোয়ালখালীতে স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো জাগিয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :