AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে শিশু নিহত


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৮:৩২ পিএম, ১০ এপ্রিল, ২০২৫
কেন্দুয়ায় পুকুরের পানিতে  ডুবে শিশু নিহত

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে লাবিবা ইসলাম মোসসাফা(৪) নামে এক শিশু মারা গিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর আনুমানিক ২:৫০ মিনিটের সময় নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলার ১০ নং কান্দিউড়া ইউনিয়নের  সল্পটেংগুরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

 
নিহত লাবিবা ইসলাম মোসসাফা ( ৪) সল্প টেংগুরি গ্রামের আব্দুল লতিফের মেয়ে।

ঘটনার খবর পেয়ে সরজমিনে গিয়ে নিহত লাবিবা ইসলাম এর বাবার সঙ্গে কথা বললে তিনি জানান তাঁর বাড়ির সামনে একটি পুরনো পুকুরে পাশে নতুন একটি পুকুর রয়েছে। এই নতুন পুকুরে সে যখন যায়,তখন আমি তাঁর পাশেই ছিলাম, আমি পুকুর থেকে একটু দূরে চলে যাই আর পিছনের দিকে লক্ষ করিনি,আমি মনে করেছি পুকুর থেকে আমার মেয়ে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর আমি আবার পুকুরে পাশ দিয়ে বাড়িতে আসার সময়, আমার মেয়েকে পুকুরে পানিতে ভাসতে দেখি, তখন থাকে পুকুর থেকে উপরে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাবিবা ইসলাম মোসসাফার দুঃখজনক মৃত্যুতে নিজ পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন্দুয়া থানার ওসি(তদন্ত)  ওমর কাইয়ুম  জানান এ ঘটনায় আমাদেরকে কেউ অবগত করেন নাই। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!