ঝালকাঠিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার মধ্যে স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার( ১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
প্রাথমিকভাবে ২৩ জনকে স্বাস্থ্যকার্ড প্রদান করা হয়েছে। বাকিদেরকে পর্যায়ক্রমে এই কার্ড দেওয়া হবে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন—সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনে, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদারসহ আরও অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :