AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড


কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনব্যাপী কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিনের নেতৃত্বে জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে

উপজেলার শ্রীপুর (কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সেনাবাহিনী ও কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ালীঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি কোনো ধরণের বৈধ অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিলেন। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরজনকে ২লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে, এখন পর্যন্ত জরিমানার টাকা আদায় করা যায়নি, জরিমানার টাকা আদায় না হলে তাকে জেলে প্রেরণ করা হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অপরদিকে জেলার শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি বালু উত্তোলনের দায়ে ভূনবীর আলীশারকুল মোঃ তাজু মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!