নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন:
সোহেল মিয়া (৩২) – চারিগাঁও, সাতগ্রাম ইউনিয়ন, আড়াইহাজার
মোঃ রাকিব (২৭) – গাজীপুরা, বিশনন্দী ইউনিয়ন, আড়াইহাজার
ইয়াসিন (২৮) – গাজীপুরা, বিশনন্দী ইউনিয়ন, আড়াইহাজার
মোঃ আল আমিন দেওয়ান (৪২) – মহাজিরাবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোঃ সিয়াম (১৯) – সালথা কলেজ পাড়া, সালথা, ফরিদপুর
শাহ আলম (২৮) – চরবয়রা, ডামুড্যা, শরীয়তপুর
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ চক্রটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের দাবি, এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :