বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের শ্রীধাম লক্ষীখালী গোপাল সাধু ঠাকুরের সেবাশ্রামে অনুষ্ঠিত হয়েছে ১০৩তম বারুনী স্নানোৎসব ও গোপালচাঁদ মেলা। এই উপলক্ষে (৯ এপ্রিল) থেকে শুরু হয় শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন।
উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, বেতাগী, বামনা, মির্জাগঞ্জ, ঝালকাঠি, কাঠালিয়াসহ বিভিন্ন জেলা ও উপজেলার লক্ষাধিক মতুয়া ভক্ত সমবেত হন। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে ভক্তরা দলে দলে পায়ে হেঁটে, নৌ ও সড়কপথে এসে যোগ দেন এই ধর্মীয় উৎসবে।
স্নানোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণজুড়ে ছিল ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও নানা ধর্মীয় বাদ্যযন্ত্রের সুর এবং ‘হরিবল, হরিবল’ ধ্বনিতে মুখরিত এক অপার ভক্তিময় পরিবেশ। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আলোচনা সভা, প্রসাদ বিতরণ, ও সার্বক্ষণিক ধর্মীয় সংগীত পরিবেশনা।
জানা গেছে, বাংলা ১৩২৮ সাল থেকে শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তি স্মরণে এই বারুনী স্নানোৎসব আয়োজন করা হয়ে আসছে। এবারে পালিত হচ্ছে তাঁর ২০১৩তম শুভ জয়ন্তী।
ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।
ত্রয়োদশী তিথি অনুযায়ী অনুষ্ঠান চলবে সোমবার (১৪ এপ্রিল) পর্যন্ত।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :