নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে অভিযুক্তকে আটক করে র্যাব-১১। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার বাড়িতে অগ্নিসংযোগ করেন।
এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে নারায়ণ চন্দ্র পালের বিরুদ্ধে। তিনি ওই গ্রামের কুমারবাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে (বয়স আনুমানিক ৫০ বছর)।
পরে বুধবার (৯ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান,
"যে ঘরে আগুন দেওয়া হয়েছে, সেটি মূলত নারায়ণের ভাই নেপাল চন্দ্র পালের বাড়ি। জনতা বিভ্রান্ত হয়ে নারায়ণের বদলে তার ভাইয়ের বাড়িতে আগুন দিয়েছে। আগুনে নেপালের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে, তবে নারায়ণের ঘরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।"
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :