AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত


ফরিদপুরে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী  নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশের বটতলা এলাকায় কাদা-পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাহুল (৩২), তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা। রাহুল ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। পেশাগত কাজে তিনি ফরিদপুর থেকে কুঞ্জনগর বাজারে এসেছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে দ্রুত গন্তব্যে ফেরার পথে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল滑ে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, এলাকাজুড়ে সারা বছরই ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটা হয় এবং সেই মাটি ট্রলি গাড়ির মাধ্যমে ইটভাটায় পরিবহন করা হয়। ট্রলি চলাচলের সময় সড়কে মাটি পড়ে রাস্তাগুলো মাটি ও কাদায় পিচ্ছিল হয়ে পড়ে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“সড়কে নিয়মিত মাটি বোঝাই ট্রলি চলাচলের কারণে রাস্তায় মাটি পড়ে থাকে। বৃষ্টির পর এসব মাটি কাদায় পরিণত হয়ে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এর ফলে দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!