AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবার লাশ দাফনের ১৮ ঘণ্টা পর পরীক্ষাকেন্দ্রে হাজির সেতু


বাবার লাশ দাফনের ১৮ ঘণ্টা পর পরীক্ষাকেন্দ্রে হাজির সেতু

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাবার মৃত্যুর শোক সয়ে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন কন্যা সাবরিয়ান ইসলাম সেতু। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বাবার জানাজা ও দাফন সম্পন্ন করার মাত্র ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে আরবি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি।

সেতু কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসার মানবিক শাখার শিক্ষার্থী এবং এবছর দাখিল পরীক্ষার্থী। তার বাবা সিরাজুল ইসলাম ইসমাইল (৫০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ এপ্রিল) বিকেলে মারা যান। তিনি ভান্ডারিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামে।

কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ বলেন,“সেতু আমাদের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। বাবার মৃত্যুর পরও সে পরীক্ষায় অংশ নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় ও হৃদয়বিদারক ঘটনা।”

স্থানীয় ইউপি সদস্য জানান, সিরাজুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী, এক কন্যা, এক পুত্র এবং বৃদ্ধা মা—সবাই অসহায় হয়ে পড়েছেন।

গত বুধবার (৯ এপ্রিল) রাতেই পশ্চিম আউরা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়।
 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!