চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে সভার কার্যক্রম সম্পন্ন হয়।
সভায় ইউএনও পহেলা বৈশাখ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার পিপিএম (বার), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর রহমান, জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ, সমবায় কর্মকর্তা মো. মোতালেব খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আমিন, আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, পৌরসভার প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা তুলষী দেবনাথ, খাদ্য নিয়ন্ত্রক মো. মেজবাহ উদ্দিন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান, প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানসহ আরও অনেকে।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা, স্বাস্থ্য, পরিবেশ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :