ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চর দৌলতরকাটি গ্রামের শারীরিকভাবে প্রতিবন্ধী মো. আবুল কালাম আজাদ (৫২)-এর পাশে আবারও দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত ‘রক্তযোদ্ধা’ সুমন রাফি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে কালাম আজাদের ক্ষুদ্র দোকানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কিনে দেন তিনি। পণ্যগুলো তার হাতে তুলে দিয়ে কাজের নতুন প্রেরণা জোগান এই স্বেচ্ছাসেবক।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারান আবুল কালাম আজাদ। এরপর নানা প্রতিকূলতায় মানবেতর জীবন যাপন করতে থাকেন। করোনা মহামারির সময় ২০২০ সালে সুমন রাফি তার খোঁজ পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কখনো নগদ অর্থ, কখনো ওষুধ দিয়ে নিয়মিত সহায়তা করে আসছেন তিনি।
কালাম আজাদের স্ত্রী বলেন, “আমার স্বামীর অসুস্থতার সময় সুমন রাফি ভাই আমাদের পাশে ছিলেন। আজ তিনি আমাদের দোকান চালু রাখার জন্য নানা প্রয়োজনীয় পণ্য এনে দিলেন। আমি তাঁর জন্য দোয়া করি।”
নিজেও আবেগঘন কণ্ঠে কালাম আজাদ বলেন, “সুমন ভাই শুধু সহযোগিতা করেন না, আমাদের পাশে থাকেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সুমন রাফি বলেন, “করোনা মহামারির সময় থেকেই স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আবুল কালাম আজাদ ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে তখন থেকেই পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও মানবতার এই যাত্রা থামবে না।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :