AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একযুগ পর সংস্কার—স্বস্তিতে সরিষাবাড়ীর এলাকাবাসী


একযুগ পর সংস্কার—স্বস্তিতে সরিষাবাড়ীর এলাকাবাসী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গাবতলী বাজার থেকে কুটুরিয়া টাওয়ার সংলগ্ন রাস্তা এবং পৌরসভার সীমান্তবর্তী নজরুল ইসলামের বাড়ি থেকে ফুলদহ গাবতলী বাজার পর্যন্ত সড়ক দুইটি দীর্ঘ একযুগ ধরে অবহেলার শিকার ছিল। খানাখন্দে ভরা এ সড়কে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। অবশেষে বহু প্রতীক্ষার পর সড়ক দুটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী।

রাস্তার বেহাল দশার কারণে এতদিন শিক্ষার্থী, রোগী, সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। তবে বর্তমান ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের উদ্যোগে সম্প্রতি সড়ক দুটি সংস্কার করা হয়।

স্থানীয় ভ্যানচালক আব্দুল জলিল বলেন, “এ রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চলাচলা করা যেত না। বহু বছর কষ্ট করেছি। এখন কিছুটা ঠিক হয়েছে, যাত্রীরা আর কষ্ট পাচ্ছে না।”

ইউনিয়নের মহিলা নেত্রী ফরিদা ইয়াসমিন বলেন, “দীর্ঘদিন অবহেলিত ছিল রাস্তাটি। অবশেষে সংস্কার হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমরা চাই খুব শিগগিরই রাস্তার পাকাকরণ হোক।”

ইউপি সদস্য হ্যাপী আক্তার অভিযোগ করে বলেন, “বিগত চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সময় রাস্তায় কোনো কাজ হয়নি। এবার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান জনগণের দাবি অনুযায়ী কাজ করেছেন। এতে নির্বাচনী প্রতিশ্রুতিও রক্ষা হলো।”

ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, “সড়কটি দিয়ে একাধিক গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে। আগের চেয়ারম্যানের আমলে সংস্কার না হলেও আমরা পরিষদের মেম্বারদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর দাবিতে এটি মেরামত করেছি। সংস্কারের পর মানুষের মুখে হাসি ফুটেছে।”

স্থানীয়দের মতে, সড়ক সংস্কারের ফলে যাতায়াতে গতি এসেছে, রোগী পরিবহন ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল সহজ হয়েছে, যা এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!